আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ!
সম্মানিত অভিভাবক,
জীবনের ধারাবাহিকতায় আপনার সন্তান আপনার কাছ থেকে অনেক অধিকার লাভ করে থাকে
(যা অভিভাবক হিসেবে আপনার একান্ত করণীয়)।
যেমন: সুন্নাত তরিকায় জন্মদান >
সন্তানের সুন্নাতী নামকরণ >
সন্তানের আকীকা প্রদান করা >
সুন্নাহ ভিত্তিক লালন-পালন করা >
প্রাথমিক দ্বীনি শিক্ষা প্রদান করা >
সহীহ-শুদ্ধ কুরআন তিলাওয়াত শিক্ষা প্রদান করা >
পরিপূর্ণ নামায শিক্ষা প্রদান করা >
সুন্নাহ তথা শরীয়তের পরিপূর্ণ বিধান শিক্ষা প্রদান করা >
ফরজ, ওয়াজিব, সুন্নাত, মোস্তাহাব, মুস্তাহাসান শিক্ষা প্রদান করা >
ইসলামিক তাহযীব-তামাদ্দুন ও নৈতিকতা শিক্ষা প্রদান করা >
অতঃপর যুগোপযোগী প্রয়োজনীয় জেনারেল শিক্ষা প্রদান করা >
সর্বশেষ দেশ ও জাতির খেদমতে যোগ্য সন্তান হিসেবে আত্মনিয়োগ।
• শুধুমাত্র সচেতন অভিভাবকরাই
এমন ধারা অনুযায়ী তাদের সন্তানকে গড়ে তোলেন।
আপনার এমন দায়িত্ব ও স্বপ্ন বাস্তবায়নে
আপনার সন্তানকে যোগ্য আলেম-আলেমা হিসেবে গড়ে তুলতে
আপনার এলাকায়-আপনার পাশেই
আশুলিয়ার রুপায়ন মাঠের ১ নং রোডের ১নং বাড়ীতে
আমরা প্রতিষ্ঠা করেছি কুন আলিমান মাদরাসা
যাতে রয়েছে পৃথক বালক-বালিকা শাখা
পরিপূর্ণ নূরানী শাখা
হিফজুল কুরআন শাখা
আপনার সন্তানকে
অন্য কোথায়ও ভর্তি করার পূর্বে
আমাদের কুন আলিমান মাদরাসা একবার দেখে যেতে পারেন।
নূরানী প্লে-নার্সারী থেকে দশম শ্রেণি পর্যন্ত।
এখানে আকর্ষণীয় সুন্দর লেখা,
কায়েদা, আমপারা, কুরআন মাজীদসহ
নূরানী, হিফজ, কওমী, মাদানী,
আলিয়ার জাতীয় সিলেবাসের সমন্বয়ে
একাডেমিক বাংলা, অংক ও ইংরেজীসহ
শিক্ষা প্রদান করা হয়।
বেফাক ও আলিয়া বোর্ডে
পরীক্ষা দেওয়ার সুযোগ আছে
আমাদের এ প্রতিষ্ঠান কুন আলিমান মাদরাসায়।